‘ট্রায়ালে আছে’ জঙ্গিরা! : সতর্ক থাকুন

‘ট্রায়ালে আছে’ জঙ্গিরা! : সতর্ক থাকুন

সম্পাদকীয় মত, ডন : শুক্রবার বিকেল ৫টায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার এসে সজোরে ধাক্কা দেয় একটি রিকশাকে। রাজধানীর বেইলী রোডে ঘটনা ওই ঘটনায় রিকশাচালক এবং রিকশায় আরোহী এক বাবা ও তাঁর শিশু সন্তান আহত হন। যেখানে শিশুর পা এবং ওই ব্যক্তির হাত ভেঙ্গে যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে দেখা গেছে, একটি কালো রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৪-২২৬৩) বেপরোয়া গতিতে পেছন থেকে চলন্ত একটি রিকশাকে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই রিকশার চালকসহ আরোহী বাবা এবং শিশুসন্তান রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এরপরদিন শনিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাসেল নামের এক দর্শক নিরাপত্তা বলয় পেরিয়ে ঢুকে পড়েন মাঠে। এই দুই ঘটনা ছোট করে দেখার কোনও অবকাশ নেই। সুতরাং পদক্ষেপ নিন এখনই। আর জঙ্গিবাদের ব্যাপারে প্রয়োজনে অভিযান পরিচালনা করুন। কারণ সামনে বিজয়ের মাস। আর বিজয়ের মাসকে ঘিরে দেশে যাতে কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না হতে পারে, সেই ব্যবস্থা নিন।