টাইমস স্কয়ারে শাকিব খানের জন্মদিন উদ্‌যাপন

টাইমস স্কয়ারে শাকিব খানের জন্মদিন উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ঢালিউডে রাজত্ব করছেন এই মেগাস্টার। সিনেমার দুর্দিনেও প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড় দেখা গেছে তাঁর সিনেমায়। এজন্য প্রযোজক-পরিচালকের কাছে এখনও ভরসা তিনি। বলা হচ্ছে, ঢালিউড কিং শাকিব খানের কথা। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) এই অভিনেতার জন্মদিন। উইকিপিডিয়া অনুযায়ী, ৪৫ বছর পূর্ণ করেছেন তিনি।

এদিকে, সুপারস্টারের এই বিশেষ দিনটি উদ্‌যাপিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী টাইমস স্কয়ারে। শাকিবিয়ান এফ এ ফারজানা আক্তারের উদ্যোগে প্রথমবারের মতো সেখানে এই আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ মুহূর্তটির কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন ফারজানা। যেখানে দেখা যায়, টাইমস স্কয়ারের ডিজিটাল বিলবোর্ডে শোভা পাচ্ছে শাকিবের একটি ছবি। স্ক্রিনে বড় অক্ষরে লেখা, ‘আমরা তোমাকে ভালোবাসি’।

শুধু তাই নয়, শাকিবের ৪৫তম জন্মদিনের কেকও কাটা হয়েছে টাইমস স্কয়ারে। এ সময় ফারজানা ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন শাকিবিয়ান।

স্থিরচিত্রগুলো শেয়ার করে ফারজানা বলেন, ‘হ্যাপি বার্থ ডে টু গ্লোবাল স্টার শাকিব খান! একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বর্হিবিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম। এরপর বিশ্বাস রাখি আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খানকে উপস্থাপন করবো।’

এদিকে, জন্মদিনের প্রথম প্রহর থেকেই দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শাকিব খান। এ ছাড়া বিশেষ দিনটিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে পুত্র শেহজাদ খান বীর।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ঢালিউডে অভিষেক করেন শাকিব খান। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ ও ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।