জন্মদিনে যা বললেন শাবনূর

জন্মদিনে যা বললেন শাবনূর

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবনূর। অনেক দিন হলো অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়ে নি। বিজয়ের পরদিন শনিবার (১৭ ডিসেম্বর) এই নায়িকার জন্মদিন।

বিশেষ এইদিনে অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়ায় ঘরোয়াভাবেই কাটছে এবারের জন্মদিন। একান্ত কাছের কিছু মানুষের সঙ্গে দেখা হচ্ছে। গল্প-আড্ডা আর স্মৃতিচারণে কাটছে দারুণ সময়। একমাত্র সন্তান আইজানকে নিয়েই যতো স্বপ্ন। তাঁকে সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তাঁর পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিন ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।