জিততে জিততেই হারলো বাংলাদেশ

জিততে জিততেই হারলো বাংলাদেশ
ডন প্রতিবেদন : বাংলাদেশের ‘বিপক্ষে’ আম্পায়ারিং। আর ১৯তম ওভারের ৬ষ্ঠ বলে ৬ নিতে নিতেও লিটন দাসের ক্যাচ আউট হয়ে যাওয়া। ফলে বাংলাদেশের জেতার আশা এক রকম ‘হয়ে যায় শেষ’। সবমিলে বাংলাদেশের শেষ ওভারে প্রয়োজন হয়ে পড়ে ১৩ রানের। এক্ষেত্রে ৪ বলের প্রত্যেকটিতে ২ রান করে সংগ্রহ করতে পারলেও দ্বিতীয় বলে বাংলাদেশ সংগ্রহ করতে সক্ষম হয় ১ রান। ফলে ১ বলে প্রয়োজন হয়ে পড়ে ৪ রান। কিন্তু ওই শেষ বলে বাংলাদেশ কোনও রানই করতে না পারায় বাংলাদেশ হারে ৩ রানে। সবমিলে এক রকম জিততে জিততেই হারলো বাংলাদেশ। কারণ প্রথমদিকে বাংলাদেশ তেমন ভালো না করলেও ১০ ওভারের পরে কিন্তু ‘বেশ ভালোই করেছিলো’ বাংলাদেশ। স্কোর কার্ড : রোস্টন চেজ ৩৯ (৪৬), পুরান ৪০ (২২)। আর মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসান প্রত্যেকে লাভ করেন ২টি করে উইকেট। কিন্তু বল হাতে সাকিব আল হাসান কোনও উইকেটই পান নি। ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে লিটন দাস ৪৩ বলে করেন ৪৪ রান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২৪ বলে ৩১ রান। বিপরীতে রাবি রামপাল, জেসন হোল্ডার, এন্ড্রু রাসেল, আকিল হোসেইন এবং ডায়নি ব্রাভো প্রত্যেকে লাভ করেন ১টি করে উইকেট।