জগন্নাথে ৭ অক্টোবর থেকে সশরিরে পরিক্ষা

জগন্নাথে ৭ অক্টোবর থেকে সশরিরে পরিক্ষা
ডন প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় : করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসায় শিক্ষার্থিদের শ্রেণিকক্ষে বসিয়ে পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘ঝুলে থাকা’ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরিক্ষাগুলো আগামি ৭ অক্টোবর থেকে শুরু হবে বলে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সরকারি এই বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ছাত্র কল্যাণের পরিচালক, প্রক্টর ও পরিক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিক্ষার সময় শিক্ষার্থিদের যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে সভায়। দেশে করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হয়েছে। কিন্তু পরিক্ষাগুলো আটকে রয়েছে। মঙ্গলবারের (৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থতির অবনতি হলে যদি সশরিরে পরিক্ষা নেওয়া সম্ভব না হয়, তবে অনলাইনে পরিক্ষা নেওয়া হবে।