জি এম কাদের : ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে।

জি এম কাদের : ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে। দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে। তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে।’

 শুক্রবার (১৫ জুলাই) বিকেলে জুরাইন রেলগেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জি এম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক মিল। করোনাকালে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার। আবার ১০ বছর গৃহযুদ্ধ করেও দেউলিয়া হয় নি শ্রীলঙ্কা। শুধু ঋণের বোঝা টানতে গিয়ে দেউলিয়া হয়েছে। আবার শ্রীলঙ্কা ও বাংলাদেশে একই রাজনৈতিক বাস্তবতা। আর এ কারণেই বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে।’

তিনি বলেন, ‘দুটি দেশেই কোথাও জবাবদিহি নেই। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয় নি। দেশের জন্য রাজা পেতে মুক্তিযুদ্ধে বীর শহিদরা জীবন দেন নি। মুক্তিযুদ্ধ হয়েছে জনগণের প্রতিনিধি পেতে, কিন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রতিনিধি পাই নি, পেয়েছি জনগণের রাজা।’