দৌলতদিয়ায় লঞ্চ কম : দুর্ভোগে যাত্রীরা।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; রাজবাড়ী : ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে। তবে যাত্রীর চাপ থাকলেও ঘাটে সময় মতো লঞ্চ না আসায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে দৌলতদিয়া লঞ্চ ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। তবে ঘাটে লঞ্চ নেই। একটি করে আসছে, মুহূর্তেই হুড়োহুড়ি করে উঠে পাটুরিয়া ঘাট অভিমুখে রওনা হচ্ছেন যাত্রীরা।
লঞ্চে ঘাট পার হতে আসা যাত্রী আইয়ুব আলী, রুপালী বেগম ও ছকিনা খাতুন বাঙলা কাগজ ও ডনকে প্রায় একই কথা বলেন। তাঁরা বলেন, ‘লঞ্চ ঘাটে আসলে টিকিট কাটার ওখানে আটকে রাখা হচ্ছে। একটি করে লঞ্চ আসছে, তারপর ২ শতাধিক যাত্রী ছাড়ছে। এতে প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের।’