ঘন কুয়াশায় ফেরি বন্ধ

ঘন কুয়াশায় ফেরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, শিবালয় (মানিকগঞ্জ) ও সংবাদদাতা, গোয়ালন্দ (রাজবাড়ী) : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। রোববার (২৪ ডিসেম্বর) ভোররাত ৩টা থেকে এ দুই নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত ৩টার পর বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে থাকলে নৌ-পথ অস্পষ্ট হয়ে যায়। এ কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ নদীতে ভাষা শহিদ বরকত ও মাধবী লতা নামের দুইটি ফেরি আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।  

এদিকে ঘন ‍কুয়াশার কারণে নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে নদী পারাপার যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। 

রাজবাড়ী জেলার আরশেদ আলী জানান, ঢাকা থেকে শনিবার রাতে রওনা হয়ে সোয়া ৩টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

যশোর জেলার ফরিদ জানান, রাত সাড়ে ৩টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘন কুয়াশার কারনে নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে আছেন। কখন নদী পার হতে পারবেন তাও জানেন না তিনি।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম বাঙলার কাগজকে জানান, রোববার (২৪ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া- দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘন কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।