গাজীপুরে মহানগর আ.লীগের সম্মেলন পরিণত মহাসমাবেশে

গাজীপুরে মহানগর আ.লীগের সম্মেলন পরিণত মহাসমাবেশে

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; গাজীপুর : গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনটি মহানগর আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গাজীপুর মহানগর ঘোষিত হওয়ার পর এটি প্রথম সম্মেলন। এ কারণে সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব। সম্মেলনে আসা নেতাকর্মীদের বেশিরভাগই সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের টি–শার্ট আর ক্যাপ পরে এসেছেন। সম্মেলনে কোন উপজেলার নেতাকর্মীরা কোথায় বসবেন, সেটিও আগেই ঠিক করে রাখা হয়েছে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের এ সম্মেলনের জন্য দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। আর সামনে সাংস্কৃতিক পরিবেশনার জন্য করা হয়েছে ছোট একটি মঞ্চ। সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মঞ্চের পাশেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতিতি একে মহাসমাবেশে পরিণত করেছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বাঙলার কাগজ ও ডনকে বলেন, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বেলা ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।