কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বাধা : নাইটিঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন ফখরুল

কেন্দ্রীয় কার্যালয়ে যেতে বাধা : নাইটিঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেন নি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার কিছু আগে মির্জা ফখরুল নাইটিঙ্গেল মোড়ে আসেন।

মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে চান। তখন তাঁকে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধার কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেন নি ফখরুল।

পরে নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল কথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁকেও যেতে দেওয়া হয় নি।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পর নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি কার্যালয়মুখী সড়ক বন্ধ করে দেয় পুলিশ।

এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে ১৫টি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছিলো পুলিশ। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এগুলো পুলিশ ও সরকারের ষড়যন্ত্র।

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে নাইটিঙ্গেল মোড় থেকেই ফিরে যান মির্জা ফখরুল। এর আগে আজ সকালে তিনি তিন বছর আগের নাশকতার মামলায় ঢাকার আদালতে হাজিরা দিয়েছেন।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি আছে। এই গণসমাবেশ কোথায় হবে, তা নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই বুধবার বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত হন। আহত হন বিএনপির অর্ধশত নেতাকর্মী।

সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলের কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ কয়েক শ নেতাকর্মী আটক করে পুলিশ।

বিকেল সাড়ে চারটায় পুলিশের অভিযান শুরুর কিছুক্ষণ পর মির্জা ফখরুল কার্যালয়ের সামনে যান। তিনি ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন তিনি সামনের ফুটপাথে বসে পড়েন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মির্জা ফখরুল রাস্তা থেকে উঠে যান।