গাইবান্ধায় ফারইস্ট ইসলামী ইনস্যুরেন্সের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ।

গাইবান্ধায় ফারইস্ট ইসলামী ইনস্যুরেন্সের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; গাইবান্ধা : অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে গাইবান্ধার ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে। বিমার মেয়াদ শেষ হওয়ার পরও গত তিন মাস ধরে ঘুরে টাকা না পাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গ্রাহকদের অভিযোগ, প্রায় ৫ শ জনের ৩ কোটি টাকা নিয়ে উধাও ম্যানেজার। স্থানীয় কর্মকর্তারা বলছেন, কোম্পানি কোনও টাকা দিচ্ছে না, তাই তারা পরিশোধ করতে পারছেন না। জানা গেলো, তিলে তিলে কষ্টে অর্জন করা টাকা না পাওয়ায় দিশেহারা হতদরিদ্র রিমা বেগম। অনেক স্বপ্ন নিয়ে ভবিষ্যতের সুখের আশায় ইসলামী লাইফ ইনস্যুরেন্সটিতে টাকা জমিয়েছিলেন। কিন্তু এতো দিনের জমা টাকা না পেয়ে নিঃস্ব তিনি। শুধু তিনি নন, তাঁর মতো গাইবান্ধার ৫ শ খেটে খাওয়া মানুষের জমানো প্রায় ৩ কোটি টাকা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। বিমার মেয়াদ শেষ হওয়ার পরও টাকা না পাওয়ার দাবি তাঁদের। এদিকে অফিস থেকে তিন মাস ধরে উধাও ম্যানেজার। প্রতিদিনই ৫০ থেকে ৬০ জন গ্রাহক পাওনা টাকা পাওয়ার আশায় অফিসে ঘোরাফেরা করলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। এদিকে গ্রাহকদের কাগজপত্র প্রধান কার্যালয়ে পাঠানো হলেও কোম্পানি টাকা দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় গাইবান্ধা ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের কোম্পানির জোন ইনচার্জ আনোয়ার হোসেনের। তিনি বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘আমাদের কিছুই করার নেই।’