খাগড়াছড়ির পানছড়িতে তুলে ধরা হলো সরকারের উন্নয়ন

খাগড়াছড়ির পানছড়িতে তুলে ধরা হলো সরকারের উন্নয়ন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : সরকারের উন্নয়ন ও সাফল্যের বিবরণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে পানছড়ি উপজেলার লতিবাঁশছড়ায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা নেতা আবু তাহেরের সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। 

বৈঠকের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কান্তি দে, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য খগেশ্বর ত্রিপুরা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয় নাথ দেব, সিদ্দিশ্বর চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা খাগড়াছড়ি পার্বত্য জেলাগুলোর পাশাপাশি সারাদেশের সরকারের উন্নয়নগুলো জনগণের সামনে তুলে ধরে এর ভূয়সী প্রশংসা করেন।

বক্তব্যে নেতারা বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের সার্বিক উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এরই ফলশ্রুতিতে বর্তমানে পাহাড় এখন শান্তির নীড়। উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, শতভাগ বিদ্যুৎ, রাস্তাঘাট নির্মাণ, ভূমিহীনদের বাড়ি প্রদান এবং দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণসহ হাজার হাজার উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ একটা বিস্ময়। করোনা মহামারির সময় করোনা নির্মূলের জন্য জননেত্রী শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন, তা একটা জাতির জন্য অত্যন্ত গর্বের। সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান বক্তারা।