প্রথম মাসে এডিপি বাস্তবায়ন ১.২৭ শতাংশ

প্রথম মাসে এডিপি বাস্তবায়ন ১.২৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১ দশমিক ২৭ শতাংশ। এর আগে গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হার ছিলো শূন্য দশমিক ৯৬ শতাংশ।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

আইএমইডি সূত্র জানায়, চলতি অর্থবছর ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকার এডিপি হাতে নিয়েছে সরকার। এর মধ্যে প্রথম মাসেই মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৩ হাজার ৪৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২ হাজার ১৪৫ কোটি, বৈদেশিক সহায়তার ১ হাজার ১৩৩ কোটি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে ২১১ কোটি টাকা।

গত কয়েক বছরের প্রথম মাসের এডিপির বাস্তবায়ন পর্যালোচনা করে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ১ দশমিক ১৪ শতাংশ। এ সময় ব্যয় হয় ২ হাজার ৬৯৩ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে বাস্তবায়ন হয় ১ দশমিক ৫২ শতাংশ, ওই সময় ব্যয় হয়েছিলো ৩ হাজার ২৫৪ কোটি টাকা। এ ছাড়া ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিলো ১ দশমিক ৮৪ শতাংশ। সে সময় ব্যয় হয়েছিলো ৩ হাজার ৯৫১ কোটি টাকা।

এদিকে প্রথম মাসে এক টাকাও খরচ করতে পারে নি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আইন ও বিচার বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া ১ শতাংশেরও কম এডিপি বাস্তবায়ন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, জনপ্রশাসন, খাদ্য মন্ত্রণালয়, অর্থবিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

অপরদিকে এডিপি বাস্তবায়নে সব থেকে এগিয়ে আছে সুরক্ষা সেবা বিভাগ। এখন পর্যন্ত বাস্তবায়ন মোট বরাদ্দের ১৪ দশমিক ২০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে সংসদ বিষয়ক বিভাগ ৫ দশমিক ৯২ শতাংশ এবং তৃতীয় অবস্থানে জাতীয় সংসদ সচিবালয় ৫ শতাংশ। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এডিপি বাস্তবায়ন করেছে ৪ দশমিক ৩৫ শতাংশ।