কুড়িগ্রামে দিনে-দুপুরে এক পরিবারের বাড়ি লুণ্ঠন! থানায় অভিযোগ দায়ের
নিজস্ব সংবাদদাতা, বাঙলার কাগজ; সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে দিনে-দুপুরে ‘এক অসহায়’ পরিবারের বাড়ি লুণ্ঠনের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে লুটপাটকারী এক প্রভাবশালী মহলের জানে মেরে ফেলার হুমকিতে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানা গেছে, বাড়ি লুণ্ঠনের সময় ভুক্তভোগী অসহায় পরিবারটি ৯৯৯-এ ফোন দিলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রভাবশালী লুণ্ঠনকারীর বাড়ি থেকে কিছু লুণ্ঠন করা মালামাল উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুর রহমানের জিম্মায় রেখে আসে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুইজন সাংবাদিক লুণ্ঠন করা বাড়ির ভিডিও ধারণ করতে গেলে আবারও ওই প্রভাবশালী মহলের রোষানলে পরে পরিবারটি। এক পর্যায়ের সাংবাদিকদের সামনেই মারপিটের ঘটনাও ঘটেছে।
এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ এনে পরিবারটির প্রধান লেবু বেগম বৃহস্পতিবার উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নির্মম প্রতিহিংসার শিকার এ ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের জোলাপাড়া গ্রামে।
জানা গেছে, জোলাপাড়া গ্রামের বকুল মিয়ার স্ত্রী লেবু বেগম তাঁর সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিপক্ষ প্রতিবেশি মোসাম্মৎ রাহেনা বেগমের স্বামী ইউনুস আলীর দায়ের করা একটি মামলা এবং প্রাণনাশের হুমকির কারণে লেবু বেগম নিজ বাড়িতে তালা দিয়ে ১০০ গজ দূরে বাবার আশ্রয়ে বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছেন। মারমুখী ইউনুস পরিবারের ভয়ে এক রকম গা ঢাকা দিয়েই বাবার বাড়িতে থাকতেন লেবু বেগম।
এ ‘সুযোগে’ প্রতিবেশি ইউনুস পরিবারের লোকজন বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে লেবু বেগমের ঘরের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে এবং ধান, সাইকেল ও সোলার ব্যাটারিসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।