কালাম আঝাদ’র কবিতা ‘শেখ রাসেল মানে’

কালাম আঝাদ’র কবিতা ‘শেখ রাসেল মানে’

শেখ রাসেল মানে দূরন্ত কিশোর অবাধ স্বাধীনতা
শেখ রাসেল মানে বাবার বুকে মায়ের কথকতা
শেখ রাসেল মানে বোনের আদর যত্নের বারতা
শেখ রাসেল মানে শান্ত মনের বিশাল উদারতা
শেখ রাসেল মানে ভোরের জল ফোটা পুষ্পধাম
শেখ রাসেল মানে তীর্থ ভরা সবুজ সুখের নাম
শেখ রাসেল মানে অঙ্ক খাতায় বারবার ভুল করা
শেখ রাসেল মানে একবারেই সবকিছু পারা
শেখ রাসেল মানে দুঃখী দেখে দুঃখ ভরা মন
শেখ রাসেল মানে কুহুতান আর পাখির গুঞ্জন
শেখ রাসেল মানে কাল-মহাকাল সনের পরে সন

(১১ বছরের শেখ রাসেলকে উৎসর্গ করে ১১ লাইনের কবিতা)