কালাম আঝাদ’র কবিতা : যেতে চাই আমি সরকারে

কালাম আঝাদ’র কবিতা : যেতে চাই আমি সরকারে

কে বাঁচলো আর কে মরলো
নেই জানা আমার দরকারে
আমার কথা হলো আমি
যেতে চাই যে সরকারে।
বিএনপি আজ গো ধরেছে
তত্ত্ববধায়ক নিয়ে
আওয়ামী লীগও থাকতে চায় যে
সরকারি দল হয়ে।
কেউ আজ ছাড় দেবে না
বলে দিয়েছে সোজা
ছাড়টা যদি না দেয় তবে
সংঘাত মানুষের সাজা?
নেতারা সবাই থাকে দূরে
কর্মী মরে ওই পথেতে
ক্ষমতাটা পেলে নেতা
কর্মী রাখে না সাথেতে।
সব সুবিধা নিয়ে নেতা
দেয় যে একটু-আধটু
কর্মীরাও সব বুঝে গেছে
তাঁরা যে আজ পটু।
লোভ দেখালে হবে না আজ
দিতে হবে তাই পদটা
ক্ষমতাটা নিতে যেনো পারে
পাল্টায় না আর মতটা।
নেতাকর্মীর হিসেব বুঝলাম
ভোটারের অধিকার কি?
মাঝেমধ্যে ভোট যে নাই
অযথাই বাড়ে ফি।
দিনটা গেলেই যেনো বাড়ে
মূল্যস্ফীতির আঘাত
বহির্বিশ্বের যুদ্ধে বাড়ছে
মানুষের জীবনের বিষাদ।
আন্তর্জাতিক ‘গেরাকলে’
রাজনীতির বেড়াজাল
হিসাব ‘চুকালেই’ মিলবে আজই
শতকণ্ঠের তাল।
না হয় বলবে, ভোট কারচুপি
গণতন্ত্রের কথা
তবে যে সবাই নিজের জন্যই
হলফে বলছি না তা।
যতো যাই হোক দেশটাতে আজ
শান্তির ভোট চাই
উৎসব করে নির্বাচন হবে
হারজিত আছেই ভাই।