করোনাভাইরাস : দেড় বছরের মধ্যে সবচেয়ে কম শনাক্ত

ডন প্রতিবেদন : দেশে গত একদিনে ২৪৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গতবছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিলো একদিনে। সেদিন ২০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিলো। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনেরমধ্যে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জনের। সরকারি হিসাবে, গত একদিনে দেশে সেরে উঠেছেন আরও ৫৩৪ জন। তাঁদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন সুস্থ হয়ে উঠলেন।