কুমিল্লায় প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে।

কুমিল্লায় প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কুমিল্লা : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার (১৩ জুন) মধ্যরাত থেকে। বুধবার সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ব্যক্তিগত প্রচার-প্রচারণার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। শেষ মুহূর্তে এসে ভোটের মাঠে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। যেখানে প্রধান ৩ প্রার্থী একে অপরের সমালোচনায় সরব হয়েছেন। ফলে শেষ মুহূর্তে এসে মেয়র পদে ভোটের মাঠে চলছে নানা সমীকরণ। কে জিতবে, কে হারবে এমন আলোচনা চলছে নগরজুড়ে। এ অবস্থায় কেউ কেউ বলছেন, গত দুইবারের ফল এবার বদলে যেতে পারে। কেউবা আবার বলছেন, মনিরুল হক সাক্কুই এবারও তৃতীয়বারের মতো মেয়র হবেন। তবে নৌকার প্রার্থী ইরফানুল হক রিফাত জয়ের ব্যাপারে অনেক বেশি আশাবাদী।

এদিকে একেবারে শেষ মুহূর্তে এসে কোনও ধরনের পূর্বঘোষণা ছাড়াই অনেকটা আকস্মিকভাবে রোববার (১২ জুন) বিকেলে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। আট পাতার ওই ইশতেহারে তিনি নগরীর উন্নয়নে ১৮ দফা প্রতিশ্রুতি দিয়েছেন।

জানা গেছে, একদিন বাদেই ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।