হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী করোনা-সংক্রান্ত জটিলতা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১২ জুন) দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
দলটির মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এক টুইট বার্তায় বলেন, কংগ্রেস সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধীকে কোভিড সংক্রান্ত জটিলতার কারণে আজ (রোববার) গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তাঁকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হবে। আমরা কংগ্রেসের সব পুরুষ-নারী এবং সব শুভাকাঙ্ক্ষীদেরকে তাঁদের উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাই।
গত ২ জুন সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হতে আরও সময় চেয়েছেন তিনি।
আর্থিক অপরাধের তদন্তকারী সংস্থাটির কর্মকর্তারা বলেন, কংগ্রেসের সভাপতিকে আগামী ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নতুন আরেকটি সমন জারি করেছেন তাঁরা। ৭৫ বছর বয়সী সোনিয়া গান্ধীকে এর আগে ৮ জুন জিজ্ঞাসবাদের জন্য হাজির হতে বলা হয়েছিলো।
ইডি তাঁর ছেলে এবং সাবেক পার্টি প্রধান রাহুল গান্ধীকেও ১৩ জুন একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।