কুমুদিনী হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর ভারতীয় হাইকমিশনারের

কুমুদিনী হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর ভারতীয় হাইকমিশনারের
ডন প্রতিবেদন : টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন। প্রতিবেশি বন্ধুপ্রতিম এ দেশটির সরকার প্রদত্ত এসব উপহার বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী হস্তান্তর করেন। ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি’র অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে এ অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে। কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ও হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় হাইকমিশনারের কাছ থেকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার, শ্বাস-প্রশ্বাস সহায়ক সরঞ্জাম গ্রহণ করেন। এ সময় ভারতীয় হাইকমিশনার কুমুদিনী কমপ্লেক্সে স্থাপিত পূজা প্যান্ডেলে শ্রদ্ধা নিবেদন করেন এবং সবাইকে মহানবমীর শুভেচ্ছা জানান।