এসপি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা।

এসপি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার (৫ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদেরকে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লিখিত কর্মকর্তাদেরকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ই-মেইলযোগে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

গেলো সপ্তাহে পুলিশ সুপার পদমর্যাদার ১১৯ জনকে অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে ১২ মে অতিরিক্ত ডিআইজি থেকে ৩২ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।

এসপি পদে পদোন্নতি পেলেন যাঁরা : পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, র‌্যাবের বেগম বীণা রানী দাস, ঢাকার ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম সিরাজুল হুদা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ন কবীর, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল এবং এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম শাহীন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. গোলাম সবুর, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহা. হাফিজুর রহমান, এসবির অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার বেগম মেরিন সুলতানা, নারায়ণগঞ্জের এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহমেদ, রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উজ্জ্বল কুমার রায়, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের, পুলিশ সদর দপ্তরের (টিআর) কাজী মইনউদ্দিন এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সোমা হাপাং পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।