এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্বর্ণ

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্বর্ণ

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : দশম এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিততে ইংল্যান্ডে জন্ম নেওয়া এই অ্যাথলেট সময় নেন ৬ দশমিক ৫৯ সেকেন্ড। এর মধ্য দিয়ে ইতিহাসও গড়েন তিনি। প্রথম কোনও বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে বড় বড় দেশের অ্যাথলেটদের পেছনে ফেলে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখালেন তিনি।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ইমরানুর ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন। এর আগে তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং ছিলো ৬ দশমিক ৬৪ সেকেন্ড। সেটি তিনি করেছিলেন ২০২২ সালে বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে।

সকালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় হিটে ৬ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। এরপর সন্ধ্যায় সেমিফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন ইমরানুর। যেখানে তিনি ১৮টি দেশের মধ্যে দ্বিতীয় হন। এরপর রাতে ফাইনালে নিজের আগের সব রেকর্ড ভেঙ্গে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন এই অ্যাথলেট। এবার ১৮টি দেশের অ্যাথলেটদের পেছনে ফেলে স্বর্ণ জিতলেন তিনি।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তারও অংশ নিয়েছিলেন। কিন্তু তিনি হিটেই বাদ পাড়ে যান। হিটে তিনি ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়েছিলেন।