‘বৃষ্টির বাগড়ায়’ বাঙলাওয়াশ করতে না পারলেও সিরিজ টাইগারদের : শেষ ম্যাচে ১০ উইকেটে হারলো আয়ারল্যান্ড

‘বৃষ্টির বাগড়ায়’ বাঙলাওয়াশ করতে না পারলেও সিরিজ টাইগারদের : শেষ ম্যাচে ১০ উইকেটে হারলো আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের একদিনের ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ করে রেকর্ড ৩৩৮ রান। আর তাতে ১৮৩ রানের রেকর্ড জয় পায় টাইগারেরা।

এরপর দ্বিতীয় ম্যাচে ৩৪৯ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অথচ ওই ম্যাচে দারুণ জয়ের সম্ভাবনায় ছিলো টাইগাদের।

আর আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট স্টেডিয়ামে বাংলাদেশকে মাত্র ১০২ রানের টার্গেট দেয় আয়ার‌ল্যান্ড। বিপরীতে ৫০ ওভারের খেলায় কোনও উইকেট না হারিয়ে মাত্র ১৩ ওভার ১ বলে ১০২ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। সবমিলে বাঙলাওয়াশে বাকি ছিলো মাত্র বৃষ্টি পরিত্যক্ত ম্যাচটি। তবুও সিরিজ জিতলো টাইগারেরা। আর শেষ ম্যাচের জয় তো ১০ উইকেটেই। 

এর মধ্যে আজ অপরাজিত অবস্থায় লিটন দাস করেছেন ৫০ রান আর তামিম ইকবাল ৪১ রান।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ২৮ ওভার ১ বলে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

এর আগে আজ সিলেটে স্বপ্নের দিন কাটিয়েছেন বাংলাদেশ পেসাররা। প্রথমবারের মতো কোনও ওয়ানডেতে প্রতিপক্ষের সবকটি উইকেট গেছে বাংলাদেশের পেসারদের ভাগে। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিলো ৮টি।

ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের নবম পেসার তিনি। সবশেষ গত বছরের ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন তাসকিন আহমেদ। শেষ ম্যাচে তাসকিন আহমেদ নিয়েছেন ৩টি, এবাদত হোসেন ২টি। বোলিং করেননি সাকিব, দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেছেন ৪ ওভার।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন কার্টুস ক্যাম্পার। ৪৮ বলে ৪ চারে সাজান নিজের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ২৮ রান করেছেন লরকান টাকার। দলটির আর কেউ দুই অঙ্কের স্কোরও গড়তে পারেন নি।