একটি হাত নেই, তবুও পতাকা নিয়ে কোটা আন্দোলনে রিপন

একটি হাত নেই, তবুও পতাকা নিয়ে কোটা আন্দোলনে রিপন

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সারাদেশে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিসহ সারাদেশের বিভিন্ন স্থানে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। যেখানে অংশ নিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। বিপুলসংখ্যক এই শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রম ছিলেন রিপন মাহমুদ। এক হাত নেই, তবুও বাংলাদেশের পতাকা হাতে সামনের সারিতেই ছিলো তাঁর অবস্থান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের মেধাবী ছাত্র রিপন।

রিপন বাঙলার কাগজকে বলেন, আমরা নিজের জীবন দিয়ে হলেও শিক্ষার্থীদেরকে কোটার সুষ্ঠু সমাধান উপহার দিয়ে যেতে চাই। জীবন দিয়ে দিবো, তবুও আমরা আন্দোলন থেকে পিছু হটবো না৷ দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।