ডন প্রতিবেদন : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আর এতেই ৩ ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো তামিম ইকবালের দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ এবং সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৪৫ দশমিক ১ ওভারে ২১৮ রানে আফগানদের অলআউট করে দেয় বাংলাদেশ।
পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে রান আউট হন রিয়াজ হাসান। ২ বলে ১ রান করে দলীয় ৯ রানের মাথায় ফেরেন এই ব্যাটার। এরপর তৃতীয় ওভারটা মেডেন দেন তাসকিন আহমেদ। চাপ ধরে রেখে পরের ওভারে হাসমতউল্লাহ শহিদীকে তুলে নেন শরিফুল ইসলাম। চতুর্থ ওভারের পঞ্চম বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হাসমতউল্লাহ। ৩ বলে এক চারে ৫ রান করেন তিনি।
এরপর তৃতীয় উইকেটে জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ওমারজাই এবং রহমতশাহ। ১০ ওভারের সাকিব আল হাসানের করা প্রথম বলে উইকেট ছেড়ে উড়িয়ে মারতে যান আজমতউল্লাহ। তবে বল মিস করলে মুশফিকুর রহিম স্ট্যাম্পিং মিস করেন নি। ওমারজাই ১৬ বলে ৯ রান করে যখন ফিরছেন স্কোরবোর্ডে আফগানদের রান তখন ৩৪, নেই তিন উইকেট।
এরপর রহমত শাহ আর নাজিবুল্লাহর ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় আফগানরা। এই জুটি থেকে ৮৯ রান আসে। ২৪তম ওভারের পঞ্চম বলে মেহেদি হাসান মিরাজকে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন রহমত শাহ। পরের ওভারে বল হাতে আসেন তাসকিন আহমেদ। এসেই প্রথম বলে রহমত শাহকে বোল্ড করেন এই পেসার। আউট হওয়ার আগে ৭১ বলে ৫২ রান করেন রহমত শাহ।
ওই ওভারের শেষ বলে তাসকিন আহমেদের বলে সিঙ্গেল নিয়ে নাজিবুল্লাহ পূর্ণ করেন অর্ধশতক।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
বাংলাদেশ : ৫০ ওভার; ৩০৬/৪; (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, মাহমুদউল্লাহ ৬*, আফিফ ১৩*); (ফজলহক ১০-১-৫৯-১, ফরিদ ৮-০-৫৬-২, মুজিব ১০-০-৪৯-০, আজমতউল্লাহ ৭-০-৩৭-০, রশিদ ১০-০-৫৪-১, নবী ৪-০-২৬-০, রহমত ১-০-১০-০)।
আফগানিস্তান : ৪৫.১ ওভার; ২১৮/১০; (রহমত ৫২, রিয়াজ ১, হাসমতউল্লাহ ৫, আজমতউল্লাহ ৯, নাজিবুল্লাহ ৫৪, নবী ৩২, রহমতউল্লাহ ৭, রশিদ ২৯, মুজিব ৮, ফরিদ ৬*, ফজলহক ১); (মুস্তাফিজ ৮-০-৫৩-১, শরিফুল ৭-০-৪৪-১, তাসকিন ১০-২-৩১-২, সাকিব ৯-০-২৯-২, মিরাজ ১০-০-৫২-১, মাহমুদউল্লাহ ১-০-২-১ ও আফিফ ০.১-০-০-১)।
ফলাফল : বাংলাদেশ ৮৮ রানে জয়ী।