ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮ জন : যাত্রী কল্যাণ সমিতি।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, ঈদুল আজহা উপলক্ষে ১৫ দিনের যাতায়াতে সারাদেশে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত হয়েছে।
এ ছাড়া আহত হয়েছেন ৭৭৪ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে মোটরসাইকেলে। এতে ১১৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩১ জন।
মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদুল আজহার আগে ও পরে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে বলেন, সড়ক, রেল ও নৌ-পথে মোট দুর্ঘটনা ঘটেছে ৩৫৪টি। মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের এবং আহত হয়েছেন ৭৯১ জন।
ঈদযাত্রা শুরুর দিন ৩ জুলাই থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার ক্ষেত্রে ১৭ জুলাই পর্যন্ত মোট ১৫ দিনের পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এ প্রতিবেদন প্রকাশ করে।
জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং অনলাইন নিউজ এজেন্সিতে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ১৫৭ জন চালক, ৮ জন পরিবহন শ্রমিক, ১০৬ জন পথচারী, ৬২ জন নারী, ৫১ জন শিশু, ৬ জন শিক্ষক, ৩৬ জন শিক্ষার্থী, ৬ জন সাংবাদিক এবং ৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে বলা হয়েছে, মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৯১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৬ দশমিক ৭০ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ১৫ দশমিক ৩৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।
এ ছাড়া সারাদেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৭০ শতাংশ ঢাকা মহানগরীতে হয়েছে।