জয়ন্তিয়া নদীতে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা : প্রাণ গেলো ৩ যাত্রীর

জয়ন্তিয়া নদীতে সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা : প্রাণ গেলো ৩ যাত্রীর

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শাইখ্যা সেতুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদ্বীপের তিন যাত্রী মারা গেছেন। রোববার (২৩ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে জয়ন্তিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন : জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ এবং গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

পুলিশ জানায়, গোসাইরহাটের শাইখ্যা সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাঙ্কের সঙ্গে ধাক্কা লাগে। পানির ট্যাঙ্ক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন ২ জন।

গোসাইরহাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বাঙলার কাগজ ও ডনকে বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ লঞ্চটি ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। ভোর রাতের দিকে মেঘনা নদী থেকে লঞ্চ জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের শাইখ্যা সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাঙ্কের সঙ্গে ধাক্কা লাগে। ওই পানির ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন ২ জন।