ইউপি নির্বাচন : কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর সন্তান ও সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা!

ইউপি নির্বাচন : কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর সন্তান ও সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা!
ডন প্রতিবেদন : কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৬ নম্বর ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন মোল্লার সন্তান ও সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ নভেম্বর) বেলা দেড়টার দিকে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। তাঁদেরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গত দুই দফায় ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আবুল হোসেন মোল্লা। এই দুই দফায় তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে স্বর্ণ পদকও অর্জন করেছেন। কিন্তু এ বার মনোনয়ন দেওয়া হয়েছে বাবুল আহমেদ নামের অন্য একজনকে। আর মনোনয়ন না পেয়ে আবুল হোসেন মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরও জানা গেছে, এলাকায় স্বজ্জন ও সৎ হিসেবে পরিচিত আবুল হোসেন মোল্লার নামে যেমন খারাপ কোনও রেকর্ড নেই; তেমনি তাঁর সন্তানদের নামেও নেই কোনও খারাপ রেকর্ড। এ অবস্থায় গত ৮ নভেম্বর (সোমবার) রাতের বেলায় মানিককান্দি গ্রামে একটি প্রাইভেটকারে হামলার ঘটনা ঘটে। আর ওই প্রাইভেটকারটি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বাবুল আহমেদের দাবি করে পরদিন তিতাস থানায় মামলা করেন বাবুল আহমেদের সমর্থক পোড়াকান্দি গ্রামের শফিক নামের এক ব্যক্তি। মামলায় আবুল হোসেন মোল্লার সন্তান এবং সমর্থক মিলিয়ে ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। এদিকে ওই মামলা থেকে জামিন নিতে বুধবার (১০ নভেম্বর) কুমিল্লার আদালতে যান সংশ্লিষ্টরা। পরে জামিন নিয়ে ফেরার পথে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন আবুল হোসেন মোল্লার সন্তানসহ ১৬ জন। যাঁদেরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন- আবুল হোসেন মোল্লার বড় ছেলে বাদল মোল্লা এবং আবুল হোসেন মোল্লার সমর্থক জাকির হোসেন ও শাহাবুদ্দিন। ভুক্তভোগীদের অভিযোগ, ভিটিকান্দি ইউনিয়নের বিএনপি নেতা সাবেক সাইফুল ইসলাম মেম্বারের নির্দেশে তাঁর সন্তানেরা সন্ত্রাসীদের দিয়ে তাঁদের ওপর আক্রমণ করেছে। আর সাইফুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আহমেদের সমর্থক। তাঁরা আরও জানান, ঘটনার পরপর তাঁরা ৯৯৯ এ কল করলে পাশের চান্দিনা থানা থেকে পুলিশ ভুক্তভোগীদের কাছে যান এবং তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তবে এ ব্যাপারে চান্দিনা থানায় মামলা করার কথা জানালে তখন পুলিশ জানায়, ঘটনাস্থল দেবিদ্বার থানাধীন। এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বাংলা কাগজ এবং ডনের কাছে দাবি করেন, কাঠেরপুল এলাকাটি দেবিদ্বার থানাধীন। তাই মামলা করতে হলে দেবিদ্বার থানায় করতে হবে। বিষয়টির ব্যাপারে অন্তত ২ জন ভুক্তভোগী বাংলা কাগজ এবং ডনকে বলেন, আগামীকাল (১১ নভেম্বর) তাঁদের ইউনিয়নে পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাঁদের নির্বাচনে অংশ নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যই তাঁদের নামে অসত্য মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁরা যাতে একেবারেই নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য মামলা থেকে জামিন নেবার পরও তাঁদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ অবস্থায় তাঁরা আহত তাই যথাশিঘ্র ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টির ব্যাপারে জানার জন্য ৬ নম্বর ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বিএনপি নেতা সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।