আমরা ভুলতেই বসেছিলাম, দেশের মালিক জনগণ : সরকার জনগণের অধিকারের জন্য কাজ করে

আমরা ভুলতেই বসেছিলাম, দেশের মালিক জনগণ : সরকার জনগণের অধিকারের জন্য কাজ করে

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : আমরা ভুলতেই বসেছিলাম, দেশের মালিক জনগণ আর সরকার জনগণের অধিকার রক্ষায় এবং অধিকারের জন্য কাজ করে। এটি সরকারের অন্যতম প্রধান কাজ। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা প্রতিবেশি বন্ধুপ্রতিম দেশ ভারতের দিকে তাকালেও দেখতে পাই, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির জনগণের প্রতি কতোটা আন্তরিক। আমরা বিশ্বের বিভিন্ন উন্নত দেশের দিকে তাকালে দেখতে পাই, সরকার জনগণ ছাড়া কিছুই বোঝে না। সরকার শুধু জনগণের জন্যই কাজ করে যায়। এখন সময় এসেছে শেখ হাসিনাকে সকল প্রকার গোয়ার্তুমি ভুলে গিয়ে মানুষের জন্য কাজ করার। কারণ তাঁর বয়স তো কম হয় নাই, এই বয়সেও যদি তিনি সাধারণ মানুষের জন্য ভালো কাজ না করেন; তাহলে তাঁর জীবনটাই বৃথা। তিনি বুধবার (১৭ জুলাই) জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে যেভাবে নমনীয় হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন, এভাবে যদি সংবাদ সম্মেলনে কথা বলতেন; তাহলে এতোগুলো তাজা প্রাণ ঝরে যেতো না। তাঁর বোধোদয় হওয়া উচিত। জনগণের জন্য তাঁর কাজ করার এখনই সময়।