ডন প্রতিবেদন : ম্যাচের তখন তৃতীয় ওভার চলছে। আগের দুই ওভারে ওপেনারদের হারিয়ে বিপাকে বাংলাদেশ। চার নম্বরে খেলতে নামা আফিফ হোসেন এসেই শাহিন শাহ আফ্রিদির প্রথম বলে হাঁকিয়েছেন ছক্কা। সেটা আর কার ভালো লাগে! শাহিনেরও নিশ্চয়ই লাগে নি।
আফিফ তার দ্বিতীয় বলে ড্রাইভ খেলেন। বল যায় শাহিন শাহর হাতে। বল পেয়েই আফিফের দিকে সেটি ছুঁড়ে মারেন শাহিন শাহ। আঘাত করে আফিফের পায়ের অরক্ষিত অংশে।
পরে দেখা গেছে, পপিং ক্রিজের ভেতরেই ছিলেন আফিফ। রান নেওয়ার কোনও চেষ্টাও করেননি তিনি। অনেকটা অকারণেই আফিফের দিকে বল ছুঁড়ে মেরেছেন পাকিস্তানি এ পেসার।
এরপর মাঠে এসে আফিফকে সুস্থ করে তুলেন ফিজিও জুলিয়ান ক্যালফেতো। উঠে দাঁড়িয়ে আবার ব্যাটিংও করেন তিনি। ১ চার ও ছক্কায় ২১ বল খেলে ২০ রান করেন তিনি। পরে শাদাব খানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।