আপনার প্রিয় বাঙলা কাগজ ও আওয়ার ডন এখন আরও এগিয়ে।

আপনার প্রিয় বাঙলা কাগজ ও আওয়ার ডন এখন আরও এগিয়ে।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ২ বছরের মাথায় বাঙলা কাগজ এবং ১ বছর শেষে আওয়ার ডন দিন দিন পাঠক প্রিয় হয়ে উঠছে। দেশের গণ্ডি পেরিয়ে এখন বাঙলা কাগজ ও আওয়ার ডন পড়া হয় পৃথিবীর শতাধিক দেশ থেকে। শুধু সেসব দেশে পড়াই হয় না; বাঘা বাঘা দেশগুলোতে বাঙলা কাগজ ও আওয়ার ডন আন্তর্জাতিক র‌্যাঙ্কিং- ফ্যাট র‌্যাঙ্কে যুগ্মভাবে ১ নম্বর অবস্থানেও চলে এসেছে। আরও ‘অবাক করা বিষয়’- বাঙলা কাগজ ও আওয়ার ডন এখন অন্যান্য নিউজ এজেন্সিগুলোর সঙ্গে যুগ্মভাবে বাংলাদেশের পাশাপাশি ভারত, ইসরায়েল, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রেও ১ নম্বর নিউজ এজেন্সি। এ অর্জনের সঙ্গে আজ ৩ আগস্ট আমাদের ঝুলিতের আরও একটি অর্জন যোগ হলো। যেটি হলো : আরও দুটো ‘বাঘা’ দেশে আপনাদের বাঙলা কাগজ ও আওয়ার ডন ১ নম্বর অবস্থানে চলে এসেছে। আজ বাঙলা কাগজ ১ নম্বর অবস্থানে এসেছে যুক্তরাজ্যে এবং আওয়ার ডন ১ নম্বর অবস্থানে চলে এসেছে ফ্রান্সে। আমাদের এই অর্জন আপনাদের। সুতরাং সকল কৃতিত্বের মালিক শুধু আপনারাই।

শুধু আমরা দিনরাত কাজ করে যাচ্ছি আপনাদের জন্যই। ফলে বাঙলা কাগজ এখন পৃথিবীর যে কোনও ভাষায় পড়ার সঙ্গে যে কোনও ভাষায় শোনাও যায়। স্বভাবতই আওয়ার ডনও পৃথিবীর যে কোনও ভাষায় পড়া যায়। আর বাছাই করা খবর এবং অন্যান্য ফিচার তো রয়েছেই।