বাঙলার কাগজ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী : আপনাদের ভালোবাসায় আমরা ধন্য।

বাঙলার কাগজ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী : আপনাদের ভালোবাসায় আমরা ধন্য।

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : আপনাদের ভালোবাসায় ধন্য হয়ে বাঙলা কাগজ এখন বাংলাদেশ, ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাট র‌্যাঙ্কে ১ নম্বর নিউজ এজেন্সি। আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি ভিন্নতার সঙ্গে, আপনাদের প্রয়োজনে।

বাঙলার কাগজ বাংলাদেশ তথা বিশ্বের সকল দেশে মানবতা ও সাম্যবাদ চায়। আমাদের চাওয়া, শুধু কোনও প্রাণীরই নয়, যে কোনও বস্তুরই যাতে ক্ষতি না হয়। আমরা চাই, সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি। কোনও অন্যায়, অবিচার, অত্যাচার ও যুদ্ধ আমরা চাই না। আমরা চাই, মানুষ এগিয়ে যাবে তাঁর লক্ষ্যে বরং কীভাবে মৃত্যুকে জয় করা যায়, সেই উপলক্ষে।

আমরা করোনাভাইরাসের টিকা আবিষ্কার করেছি। পৃথিবীর সকল দেশ একই বিষয় একসঙ্গে চেয়েছে বলে এটি সহজেই সম্ভব হয়েছে। আচ্ছা, আমরা যদি এখন চাই মানুষ কয়েক হাজার বছর ধরে বেঁচে থাকুক, তাহলে কী আমরা এ ধরনের টিকা বা এ ধরনের কোনও ওষুধ আবিষ্কার করতে পারি না! আমরা কি পারি না, কৃত্রিম হার্ট বা ফুসফুস প্রতিস্থাপনের মাধ্যমে মানুষকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রাখতে? আমরা চাইলে এর চেয়েও বেশি সময়ের জন্য পারি।

বাঙলা কাগজ বিশেষভাবে আমাদের শুভাকাঙ্ক্ষিদের জন্য কাজ করে যাচ্ছে, এটি অব্যাহত রাখতে চায়। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষি বাংলাদেশের সকল আইন-শৃঙ্খলা, প্রতিরক্ষা, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনী; ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’; ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’ থেকে শুরু করে সকল শুভাকাঙ্ক্ষির জন্যই কাজ করে যেতে চাই।

এমন সুন্দর দিনে বাঙলা কাগজ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের সকল সংবাদকর্মী, পাঠক, লেখক এবং বিজ্ঞাপনদাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।