অসহযোগ আন্দোলন : সংঘর্ষ, গুলি, নিহত ১৬

অসহযোগ আন্দোলন : সংঘর্ষ, গুলি, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সরকার পতনের এক দফা দাবিতে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। অসহযোগের প্রথমদিনে সারাদেশে ১৬ জন মারা গেছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে ২ জন, রংপুরে ২ জন, মাগুরায় ২ জন, কুমিল্লায় ১ জন, বগুড়ায় ১ জন, ফেনীতে ৫ জন, পাবনায় ২ জন এবং সিরাজগঞ্জ ১ জন নিহত হয়েছেন। 

মুন্সীগঞ্জ  ২ :
মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রবিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে পাঁচটি মোটরসাইকেল।

রংপুর ২ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে রংপুরের রাজপথে মানুষের ঢল নামে। সর্বাত্মক অসহযোগের প্রথমদিনে সিটি বাজারে সামনে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত ২০ জন। 

মাগুরায় ২ জন :
মাগুরা শহরের ঢাকা রোডে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হন। এ সময় ফরহাদ হোসেন (২৩) নামে একজন নিহত হন। তাঁর বাবার নাম গোলাম রসুল। ফরহাদ শ্রীপুরের রায়নগর এলাকার বাসিন্দা। সকাল ১১টার দিকে সংঘর্ষে আহত হয়েছেন তিন পুলিশ সদস্যসহ ১০ জন।

কুমিল্লায় ১ জন :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেবিদ্বারে একজন নিহত হয়েছেন। দুপুর দেড়টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আবদুল্লা রুবেল (৩৩)। তিনি পেশায় গাড়িচালক। তিনি বাড়েরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে।  

পাবনা ২ :
পাবনায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার ও সরকারের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার বেলা ১টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম রিমন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন : পাবনা সদরের চর বলরামপুরের জাহিদুল ইসলাম (১৮) ও পাবনা শহরের আরিফপুর হাজীরহাট এলাকার মাহিবুল হোসেন (১৬)।