অভিযানে দিনাজপুর থেকে জঙ্গি সন্দেহে আটক ৪৫

অভিযানে দিনাজপুর থেকে জঙ্গি সন্দেহে আটক ৪৫
ডন প্রতিবেদক, দিনাজপুর : দিনাজপুরে বিভিন্ন মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪৫ জনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা ও বিরল উপজেলা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার। তবে কতজনকে আটক করা হয়েছে, সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেন নি তিনি। এক্ষেত্রে পুলিশের একটি সূত্রে ৪৫ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়। আটক সবাই দিনাজপুরে পুলিশি হেফাজতে আছেন। সুজন সরকার বলেন, ‘ঢাকা থেকে অ্যান্টি টেররিজমের একটি ইউনিট গতকাল (বৃহস্পতিবার : ১৬ সেপ্টেম্বর) দিনাজপুরে আসে। ইউনিটটি রাতে বিভিন্ন মসজিদে অভিযান চালায়। স্থানীয়ভাবে আমাদের সহযোগিতা চেয়েছিলো, আমরা আমাদের ফোর্স দিয়ে সহযোগিতা করেছি।’ পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টায় প্রথমে দিনাজপুর শহরের মহারাজা মোড় এলাকায় বায়তুল ফালাহ মসজিদে অভিযান চালায় ওই ইউনিট। এ সময় বৈঠকরত অবস্থায় জঙ্গি সন্দেহে ১২ জনকে আটক করে তারা। বিরল উপজেলার বিরলবাজার জামে মসজিদ থেকে ১৭ জন, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা এলাকার ২টি মসজিদ থেকে ১৬ জনকে আটক করা হয়। তাবলিগ জামায়াতের ৪০-৪৫ জনের একটি দল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে আসে। তারা বিভিন্ন মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করছিলো। অ্যান্টি টেররিজমের কাছে আগে থেকেই এমন তথ্য ছিলো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মহারাজা মোড় এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের খাদেম আবদুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ মসজিদে তাবলিগ পরিচয় দিয়ে ২২ ব্যক্তি আসেন। তাঁরা মসজিদে রাত্রিযাপনের কথা জানান। পরে দুপুরের আগেই ১০ জন অন্য স্থানে চলে যান। তাঁরা বিভিন্ন বয়সের ছিলেন। রাতে এশার নামাজ পড়ে তিনি বাড়িতে চলে আসেন। পরে শুনতে পারেন, তাঁদের পুলিশ ধরে নিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।