৯/১১ হামলায় নিহতদের স্মরণ : ঐক্যের ডাক বাইডেনের

৯/১১ হামলায় নিহতদের স্মরণ : ঐক্যের ডাক বাইডেনের
ডন প্রতিবেদন : যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ দিন ২০০১ সালের সেই ১১ সেপ্টেম্বর। এইদিন দেশটির নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে হামলা চালিয়েছিলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৩ হাজার মানুষ। আহত হয়েছিলেন ৬ হাজারেরও বেশি। শনিবার (১১ সেপ্টেম্বর) সেই হামলার ২০তম বার্ষিকি পালন করে যুক্তরাষ্ট্র। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নিহতদের স্মরণ করে পুরো জাতি। স্মরণানুষ্ঠানে অংশ নেন হাজার হাজার মার্কিনি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকেরা। এই হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে একাধিক স্মৃতির মিনার নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। এরমধ্যে অন্যতম নিউইয়র্কের ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। এ ছাড়া রয়েছে পেনসিলভানিয়ার ফ্লাইট ৯৩ ন্যাশনাল মেমোরিয়াল ও ভার্জিনিয়ার পেন্টাগন মেমোরিয়াল। প্রতিবছরই এই স্মৃতির মিনারগুলোয় দিনটি স্মরণ করা হবে। এবারের বার্ষিকিতে সেদিন আক্রান্ত তিন স্থানের সবকয়টি পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারসঙ্গে ছিলেন ফার্স্ট লেডি। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে নিহতদের স্মরণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে যোগ দেন। শনিবার (১১ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিনটনও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলারি ক্লিনটনও। এর আগে গ্রাউন্ড জিরোতে জড়ো হন ভুক্তভোগীদের স্বজনসহ আরও অনেকে। ঐক্যের ডাক বাইডেনের : ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণের প্রাক্কালে ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলায় সাড়া দেওয়া জরুরি কর্মিদের কথা বলতে গিয়ে বাইডেন বলেন, ‘আমরা সেইসব নিহতদের সম্মান জানাই, যাঁরা মিনিট, ঘণ্টা, মাস এবং বছর পরে তাঁদের জীবন ঝুঁকি নিয়েছেন এবং জীবন দিয়েছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা।’ উল্লেখ্য, আফগানিস্তানের আল-কায়েদার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে আত্মঘাতী হামলাকারীরা। এরমধ্যে দুইটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে বিস্ফোরণ ঘটানো হয়। আরেকটি বিমান পেন্টাগনে বিস্ফোরিত হয়। আর চতুর্থ বিমানটির যাত্রীরা ছিনতাইকারীদের সংঘাতে জড়িয়ে পড়লে পেনসিলভানিয়ার একটি মাঠে বিস্ফোরিত হয়।