৫৬ শতাংশ কোটা আর প্রশ্ন ফাঁস : গরীবের সন্তান মেধাবীরা যাবেন কোথায়

৫৬ শতাংশ কোটা আর প্রশ্ন ফাঁস : গরীবের সন্তান মেধাবীরা যাবেন কোথায়

সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : ৫৬ শতাংশ কোটা যদি বহাল করা হয়, তার ওপর রয়েছে প্রশ্ন ফাঁস; তাহলে মেধাবীরা যাবেন কোথায়? শিক্ষিত মায়ের কারণে যদি শিক্ষিত জাতি হয়, তাহলে মেধাবী শিক্ষার্থীর কারণে উন্নত দেশ হয়।

এ পর্যন্ত যতোজন প্রশ্ন ফাঁস করে চাকরিতে ঢুকেছেন, তাদের অব্যাহতি দিতে হবে। আর এতোই যদি কোটা থাকে, তাহলে সংবিধান অনুযায়ী সমাজের সবচেয়ে অনগ্রসর গরীবের সন্তানদের জন্য একটি ভালো হারের কোটা থাকা জরুরি ছিলো। যাঁদের টাকা নেই অথচ মেধাবী এমন সন্তানেরাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েন। তাঁরাই সবচেয়ে বেশি জীবন সংগ্রামী। শেখ হাসিনা যেমন দরিদ্র্যদের জন্য বাড়িঘর করে দেন, তেমনি গরীবের সন্তানদের জন্যও জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। কারণ এখন শেখ হাসিনার আশেপাশে শুধুই চাটুকার আছে, সত্যি কথা বলার মতো বা সত্য কথা নিয়ে সমালোচনা করার মতো কেউ নেই; যা ভয়ঙ্কর। বাংলাদেশের প্রেক্ষিতে বলছি, অতীত বলে শিক্ষার্থীরা একবার ক্ষেপে গেলে সরকার পতনও হয়ে যায়। মেধাবী শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে বাধা কোথায়? নাকি আমরা মেধাবীদের সঠিক মূল্যায়ন এখনও করতে পারবো না। তাহলে ভবিষ্যৎ খারাপ। শেখ হাসিনার বিষয়টি বোঝা উচিত। আর না বুঝলে সময়ই সব বলে দেবে।