৩ দিনের ছুটিতে ফাঁকা ঢাকা। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট।

৩ দিনের ছুটিতে ফাঁকা ঢাকা। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট।
ডন প্রতিবেদন : একটানা ৩ দিনের ছুটির কারণে ঢাকা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। এক্ষেত্রে আজ (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, শুক্রবার (১৮ মার্চ) সাপ্তাহিক ছুটি ও শনিবার (১৯ মার্চ) পবিত্র শবে বরাত সরকারি ছুটি থাকায় টানা ৩ দিনের ছুটি পেয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। এ কারণে গতকাল (বুধবার : ১৬ মার্চ) থেকেই বাড়ির পানে ছোটেন তাঁরা। এক্ষেত্রে গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও আজ ঢাকা ছিলো প্রায় ফাঁকা, তবে মহাসড়কে ছিলো যানজট। আমাদের প্রতিনিধিরা জানান, আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশকিছু জায়গায় যানজট সৃষ্টি হয়। এক্ষেত্রে কাঁচপুর ব্রিজের আগে, মদনপুরের আগে, মেঘনা-গোমতি টোল প্লাজায় কিছুটা, গৌরীপুরের আগে এবং রায়পুরের আগে এসব যানজট সৃষ্টি হতে দেখা গেছে। সার্বিকভাবে এসব জায়গায় যানবাহনে ছিলো ধীরগতি। তাই সাধারণ মানুষকে তাঁর গন্তব্যে পৌঁছতে কিছুটা সময় বেশি দিতে হয়েছে। জানা গেছে, বুধবার সকাল থেকেই নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রামে অংশে ছিলো গাড়ির চাপ। এ কারণে ৪ কিলোমিটারেরও বেশি সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন চালক এবং যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে এবং আমাদের প্রতিনিধিরা আরও জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড অংশে তীব্র যানজটের ফলে অনেকে গন্তব্যস্থলে না গিয়ে বাসায় ফিরছেন। অনেক যাত্রীকে বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। এ ছাড়া গাড়িতে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ করেছেন যাত্রীরা। যাত্রীদেরসঙ্গে কথা বলে জানা গেছে, চিটাগাংরোড থেকে কুমিল্লার ২০০ টাকার ভাড়া ২৫০ টাকা করে নেওয়া হয়েছে। এ ছাড়া চিটাগাংরোড থেকে চট্টগ্রামের ভাড়া নন এসি গাড়িতে ৪৫০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা এবং এসি গাড়িতে ৮০০ টাকার ভাড়া ১০০০ টাকা করে নেওয়া হয়েছে। এ ব্যাপারে যাত্রী ওবায়দুল বাঙলা কাগজ ও ডনকে জানান, সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের উদ্দেশে সোনারগাঁয়ের মোঘরাপাড়া থেকে তিনি সকাল ৮টায় রওনা দেন। এক ঘণ্টায় তিনি মদনপুর পর্যন্ত আসতে পেরেছেন। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে গৌরীপুর, রায়পুর এবং ইলিয়টগঞ্জসহ দাউদাকন্দির জিংলাতলি এলাকায়ও যানজট ছিলো। তীব্র যানজটের বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বাঙলা কাগজ ও ডনকে বলেন, রাতে মদনপুরে একটি সড়ক দুর্ঘটনা হয়। এতে করে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ ছিলো। ‘এ ছাড়া একটানা ৩ দিনের ছুটি থাকায় মহাসড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে।’