ডন প্রতিবেদক, হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) : ব্র্যাক হিউম্যানিটিরিয়ান প্রোগ্রামের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাসের সভাপতিত্বে ব্র্যাক হিউম্যানিটিরিয়ান প্রোগ্রামের প্রশিক্ষণ স্পেশালিস্ট রতন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) আল মুক্তাদির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, ব্র্যাক হিউম্যানিটিরিয়ান প্রোগ্রামের কর্মসূচি প্রধান খন্দকার গোলাম তৌহিদ।
অন্যদেরমধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের এসএস (বিএইচপি) বায়েজিদ বোস্তামী, বিডিসি এ কে আজাদ, ইউডিসি বিলকিস জাহান, মাঠ সমন্বয়কারী রেদওয়ান চৌধুরী।
বক্তারা দুর্যোগ সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধি বিষয়ে বিস্তর আলোচনা করেন।