২ মাস পর হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

২ মাস পর হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
ডন প্রতিবেদক, মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী গ্রামে আলোচিত ইসমাইল হোসেন (৫৬) হত্যা মামলার অন্যতম আসামি লিয়াকত হোসেন ওরফে স্বপনকে (৩০) ঘটনার ২ মাস পর গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার এ কে এম এনামুল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ধামইরহাট উপজেলার শিমুলতলী বাজারের শেখাহাটী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিয়াকত হোসেন উদয়শ্রী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। গ্রেপ্তারের পর একইদিন বিকেলেই ওই ব্যক্তিকে ধামইরহাট থানায় সোর্পদ করে র‌্যাব। জানা গেছে, গত ২২ জুন সকালে দেড় শতক জমির বিরোধকে কেন্দ্র করে লিয়াকত ও তার লোকজন বৃদ্ধ ইসমাইল হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লোকজন ইসমাইল হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে সে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী মেহেরুন নেছা বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই লিয়াকত পলাতক ছিলো।