১০ ওভারে ২০০ রান!

১০ ওভারে ২০০ রান!
ডন প্রতিবেদন : হেডলাইন দেখে চোখ কপালে উঠতে পারে! ওঠারই কথা। ক্রিকেটের ইতিহাসে এমন স্কোর তো স্বাভাবিক কিছু না। এই অস্বাভাবিক বিষয়টিকে বাস্তবে পরিণত করলো নেদারল্যান্ডসের দ্বিতীয় সারির ক্রিকেট দল। ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রোমানিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এই রেকর্ডটি করেছে নেদারল্যান্ডস। ১০ ওভারে খেলা এই টুর্নামেন্টে এক উইকেটের খরচায় তাঁরা তুলেছে ২০০ রান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই রোমানিয়ার বোলারদের তুলোধুনো করা শুরু করেন ডাচ ওপেনার ক্লেটন ফ্লয়েড। তার ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়তে হয় রোমানিয়ান বোলারদের। দলীয় ১৪২ রানে সাজঘরে ফেরার আগে ১৫ ছক্কা আর ৪টি চারের মারে ৩৫ বলে ফ্লয়েড করেন ১১৫ রান। ফ্লয়েড ফিরে যাওয়ার পর আগ্রাসন ধরে রাখেন আরেক ওপেনার মুসা আহমেদ। ২০ বলে তিনি খেলেন অপরাজিত ৬৩ রানের ইনিংস। আর এই দুই ওপেনারের তাণ্ডবে ১০ ওভারে ২০০ রানের পুঁজি পায় নেদারল্যান্ডস। জবাবে খুব একটা সুবিধা করতে পারে নি রোমানিয়া। যার ফলে ৭ উইকেটের খরচায় ৯৮ রান তুলে থেমে যায় তাদের ইনিংস। একইসঙ্গে রেকর্ড রানের ম্যাচে ডাচরা পায় ১০২ রানের বড় জয়। এর আগে, চলতি আসরের প্রথম ম্যাচে এই রোমানিয়ার বিপক্ষেই ১৯৫ রানের পুঁজি পেয়েছিলো অস্ট্রিয়া। এতোদিন এই ১৯৫ রানের সংগ্রহটাই ছিলো টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহ। গতকাল (২১ সেপ্টেম্বর) সেই রেকর্ড ভাঙলো নেদারল্যান্ডসের হাত ধরে।