হিলিতে ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

হিলিতে ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; শাহিনুর আলম শাহিন, হিলি : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলি হাকিমপুরে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিষয়ে শিক্ষকদের নিয়ে ৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলার নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসিফ ইকবাল, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসিফ ইকবাল জানান, জাতীয় শিক্ষাক্রম ২০২১ রূপরেখায় বাংলা ও ইংরেজিসহ ১১টি বিষয়ে হাকিমপুর ও পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মোট ৪৪০ শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। তাতে ৩৩ জন দক্ষ ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করছেন।