হুতিদের ওপর ব্যাপক হামলা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। গাজায় ইসরায়েলের ‘হামলার’ প্রতিশোধ নিতে এ হামলা চালানো হচ্ছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এ রুটে জাহাজ চলাচলে হুমকি তৈরি হয়। এর জবাবে এবার হুতিদের ওপর একযোগে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গোষ্ঠীটির সামরিক স্থাপনা লক্ষ্য করে জাহাজ ও বিমান থেকে ১৬টি স্থানে হামলা চালানো হয়। প্রয়োজনে আরও হামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।
অন্যদিকে, হুতি গোষ্ঠী দেশ দুটিকে হুঁশিয়ার করে বলেছে, এই ‘নির্মম আগ্রাসনের’ জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।
হুতিরা ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তাদের দাবি, গাজায় ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোয় হামলা চালাচ্ছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বিবৃতিতে বাইডেন সতর্ক করে বলেছেন, প্রয়োজনে তিনি আরও পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। তিনি বলেন, লক্ষ্যবস্তুতে চালানো এসব হামলা পরিষ্কার একটি বার্তা, যুক্তরাষ্ট্র ও অংশীদাররা আমাদের সেনাদের ওপর হামলা বা জলপথগুলোর স্বাধীনতা বিপন্ন করতে দেবে না। এ মিশনে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও বাহরাইন সমর্থন জুগিয়েছে বলেই জানিয়েছেন বাইডেন।