হাইকোর্টের নির্দেশে ইটভাটা গুড়িয়ে দিয়েছে রামগড় উপজেলা প্রশাসন।

হাইকোর্টের নির্দেশে ইটভাটা গুড়িয়ে দিয়েছে রামগড় উপজেলা প্রশাসন।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) : হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অভিযান চালিয়ে শুক্রবার (২২ এপ্রিল) সকালে ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকারী রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বাঙলা কাগজ ও ডনকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশে রামগড়ের দাঁতারাম পাড়া এলাকায় মহামান্য হাইকোর্টের নিদর্শনা প্রতিপালন না করে ইটভাটা পরিচালনা করায় আজ ২২ এপ্রিল জনতা ব্রিকস ও মেঘনা ব্রিকসের সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করাসহ চিমনি ও চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে।’ অভিযান চলাকালীন অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন, রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেই জানিয়েছে উপজেলা প্রশাসন।