নিউমার্কেটে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার।

নিউমার্কেটে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আজ শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে মকবুল হোসেনকে ধরে নিয়ে গেছেন আইনমৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় মকবুল হোসেনকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। মকবুল হোসেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য। গত সোমবার রাত ও মঙ্গলবার নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে দুইজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও জখম করার অভিযোগে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে মকবুল হোসেনকে। নিউমার্কেট সূত্র বলছে, মার্কেটের ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের যে দুই দোকানের কর্মচারীদের বাকবিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়, সেই দোকান দুটি সিটি করপোরেশন থেকে মকবুলের নামে বরাদ্দ নেওয়া। তবে তিনি নিজে কোনও দোকানই চালাতেন না। মকবুলকে ধরে নেওয়ার কথা জানিয়ে বিএনপি নেতা সাইদুর রহমান বলেন, ‘মকবুল হোসেনকে যখন আটক করা হয়, তখন তিনি তাঁর ব্যক্তিগত গাড়িতে ছিলেন। গাড়ির চালককে নামিয়ে দিয়ে গাড়িসহ মকবুল হোসেনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে গেছেন।’