সম করে পাঠিও প্রভু : কালাম আঝাদ

সম করে পাঠিও প্রভু : কালাম আঝাদ

প্রভু, তাঁদের কেনো অন্ধ করে
দুটি হাত বন্ধ করে
পাঠিয়ে দিলে তুমি
কষ্ট তাঁদের দিনযাপনে
আলো দেখার প্রেমাপনে
দেখাটাই তাঁদের দামি।

অন্ধ করে যাঁদের তুমি
পাঠাও যে এ ধরাতে
তাঁদের কষ্ট তাঁরাই জানে
ওহে অন্তর্যামী।

কষ্টে তাঁদের রেখো না গো
সম বণ্টন দেখাও যে গো
চোখের আলো দাও তুমি যে
তুমিই নামিদামি।

যাঁদের আবার হাত নেই গো
আসে তাঁরা এ ধরাতে
কষ্ট তাঁদের দিবারাতে
কীভাবে বোঝাই আমি।

কোনও অন্ধ, কোনও পঙ্গু
কিংবা কোনও প্রতিবন্ধী
কেনো পাঠাও তুমি
ওগো অন্তর্যামী।

চাই যে পাঠাও সমান করে
কাউকে ছোট নাহি করে
তোমার বিচার তুমি রাখো
ওগো মোদের স্বামী।