সব প্রস্তুতি সম্পন্ন : শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

সব প্রস্তুতি সম্পন্ন : শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল
ডন প্রতিবেদন : ধোয়ামোছা ও আঙ্গিনা পরিষ্কারসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সবমিলে আগামিকাল রবিবার (১২ সেপ্টেম্বর) খুলছে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে দীর্ঘ প্রায় দেড় বছর পর আবারও কলকাকলিতে মুখর হতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। গত বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের দিন ওই অনুষ্ঠান উদ্‌যাপন না করেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তখনও অন্য কোনও প্রতিষ্ঠান বন্ধ করা হয় নি। এক্ষেত্রে ইউনিসেফ ও ইউনেসকো বলছে, যে কোনও ব্যাপারে বন্ধের সময় শিক্ষাপ্রতিষ্ঠান সবার পরে এবং খোলার সময় সবার আগে খুলতে হয় শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও প্রতিদিন সবাইকে যেতে হবে না ক্লাসে। বর্তমানে পরীক্ষামূলকভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হবে। অন্যদের সপ্তাহে এক দিন করে। আর করোনার সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে শুরু করা হবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক ক্লাস কার্যক্রম। শিক্ষা মন্ত্রণলায় এবং মাউশি (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর) গত বৃহস্পতিবারের (৯ সেপ্টেম্বর) মধ্যে সকল স্কুল-কলেজ ও মাদরাসাকে পাঠদানের উপযোগী করার নির্দেশ দিয়েছিলো। নির্দেশনা মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই শেষ করা হয়েছে ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কোনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। তবে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার কারণে এবং নদীভাঙনে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাচ্ছে না এখনই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধির নির্দেশনা পালন নিশ্চিত করতে ও সঠিকভাবে অনুসরণের জন্য মনিটরিং টিম গঠনের জন্যও নির্দেশ দিয়েছে মাউশি। আর শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ডিএনসিসি। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাসরুমে ফিরতে উদগ্রীব হয়ে আছেন তাঁরা। ইতিমধ্যে জামা-কাপড় তৈরি, বই-খাতাপত্রসহ অন্যান্য উপকরণ কেনাকাটাও শেষ। জানা গেছে, দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে শিক্ষার্থীরা, তাই তাদের বরণ করে নিতে বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করেছে অনেক প্রতিষ্ঠান। এদিন রাজধানির ভিকারুননিসা নূন স্কুলের বেইলি রোড, আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা চারটি শাখার প্রবেশপথের সব ফটক বেলুন ও জরি কাগজ দিয়ে সাজানো হবে। তিন ফুট দূরত্ব রেখে শিক্ষকরা গেটের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। ছাত্রীরা যখন প্রবেশ করবে, শিক্ষকরা করতালি ও ড্রাম বাজিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে তাদের ভেতরে প্রবেশ করানো হবে।