স্বপ্ন, পদ্মা ও সেতুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী।

স্বপ্ন, পদ্মা ও সেতুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে একসঙ্গে জন্ম নেওয়া জমজ তিন শিশু স্বপ্ন, পদ্মা ও সেতুকে স্বর্ণের চেইন উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ সোমবার (২০ জুন) বিকেলে নারায়ণগঞ্জে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর ওই বিশেষ উপহার।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুশফিক রহমান ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত ই খুদা এই উপহার দিতে জমজ শিশুর বাড়িতে যান।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো প্রত্যেক শিশুর জন্য একটি করে এক ভরির স্বর্ণের চেইন, বিভিন্ন রকমের ফলের ঝুড়ি, শিশুদের পোশাক ও ফুলের তোড়া। প্রধানমন্ত্রীর পাঠানো বিশেষ ধন্যবাদ বার্তাও পৌছে দেওয়া হয় তাঁদের পরিবারের কাছে।

এর আগে নারায়ণগঞ্জের বন্দরে এ্যানি বেগম (২৪) একসঙ্গে ৩ সন্তানের জন্ম দেন। ৩ সন্তান জন্মের এ আনন্দ আরও বিশেষ হয়ে উঠে তাঁদের নামে। বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপু ও এ্যানি বেগম দম্পতির সন্তানদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু।

অপু পেশায় একজন ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সদ্যজাত ৩ সন্তানের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। ছেলের নাম রাখা হয় স্বপ্ন; আর মেয়ে দুইজনের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। যা একসঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। 

বর্তমানে মা ও সন্তানেরা সুস্থ রয়েছেন।

রোববার (১৯ জুন) বিকেলে আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে একসঙ্গে ৩ সন্তানের জন্ম হয়েছে তাঁর। এ জন্য চিকিৎসক শখ করে তাঁদের তিনজনের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু। আমাদের কাছেও নাম পছন্দ হয়েছে। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। আর এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাঁদের এ নাম দেওয়া।

শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিজারের মাধ্যমে জন্ম নিয়েছেন ওই ৩ সন্তান।