সাংবাদিকতার নামে প্রতারণা : গ্রেপ্তার ২

সাংবাদিকতার নামে প্রতারণা : গ্রেপ্তার ২
ডন প্রতিবেদন : সাংবাদিক পরিচয় দিয়ে হলমার্কের ঋণ কেলেঙ্কারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে জিম্মি করে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে রাজধানির উত্তরার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরসঙ্গে পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন। এরা হলেন- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেন (৩১) ও তার সহযোগি মো. আমিরুল ইসলাম (৩৫) এবং পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মালেক। তাদের কাছ থেকে টেলিভিশনের একটি বড় ক্যামেরা ও মাইক্রোফোন, নগদ ৫ লাখ টাকা, তিনটি একশ টাকার স্টাম্প, ৯৫ লাখ টাকার ব্যাংকের দুটি চেক জব্দ করা হয়। র‌্যাবের মুখপাত্র মঈন বুধবার (পহেলা সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে দেশের বেসরকারি টেলিভিশন ও নামসর্বস্ব পত্রিকার নাম ব্যবহার করে রাজধানির উত্তরায় চক্রটি তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিলো। হলমার্কের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ব্লাকমেইল করে সাংবাদিক পরিচয়ধারি কতিপয় প্রতারক মোটা অংকের চাঁদা দাবি করে আসছে- এমন খবর র‌্যাব জানতে পারে। ‘আব্দুল মালেক উত্তরায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতারক চক্রটি সেখানে গিয়ে কৌশলে তাকে উত্তরার এক হোটেলে নিয়ে আসে এবং এক কোটি টাকা চাঁদা দাবি করে। না হলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করবে বলে হুমকি দেয়। র‌্যাব জানতে পেরে ওই হোটেলে অভিযান চালায়।’ তিনি বলেন, ‘একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দেওয়ার পর ওই টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগে কয়েকমাস আগেই তারা ইকবাল হোসেনকে চাকরিচ্যুত করেছে।’ ‘‘প্রতারক দুইজন ‘প্রাণের বাংলাদেশ’, ‘স্বাধীন সংবাদ’, ‘বি ডাব্লিউ নিউজ’, ‘প্রথম বেলা’ এবং ‘ডেইলি নিউজসহ’ আরও কয়েকটি সংবাদপত্রের কর্মি পরিচয় দিয়ে বেড়াতো।’’ উল্লেখ করা যেতে পারে, হলমার্কের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মালেক একজন ঋণখেলাপি।