সাফজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দিলো ঘাগড়া সেনা জোন

সাফজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দিলো ঘাগড়া সেনা জোন

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাঙামাটি : সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের পাঁচ ফুটবলারকে রাঙামাটির ঘাগড়া সেনা জোনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

সাফ বিজয়ী রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, যমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনীকে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

জোনের উপ-অধিনায়ক আশিকুর রহমান জানান, ঘাগড়া মাঠটিতে বর্ষার কারণে খেলার কিছুটা সমস্যা হচ্ছে। তাই জোনের পক্ষ হতে আগামী দুই সপ্তাহের মধ্যে মাঠটি সংস্কার করে দেওয়া হবে।

রাঙামাটির কাউখালী উপজেলার পাহাড়ি এক গ্রামে অবস্থিত ঘাগড়া উচ্চ বিদ্যালয়। যাকে বলা হয় নারী ফুটবলার তৈরির সূতিকাগার। জাতীয় নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের পাঁচ খেলোয়াড় উঠে এসেছেন ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে। এখানে প্রতিষ্ঠানিক পর্যায়ে ফুটবল খেলার হাতেখড়ি আনাই, আনুচিং, মনিকা, ঋতুপর্ণা ও রুপনাদের। 

ঋতুপর্ণা ও রুপনার বাড়ি রাঙামাটি জেলায়। আর বাকি আনাই, আনুচিং ও মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলায়।