এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জিতলো ভারত।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জিতলো ভারত।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে ভারত।

১৯তম ওভারে হারিস রউফকে তিন চারের পর শেষ ওভারে নেওয়াজকে মারা ওই ছক্কার পর পান্ডিয়া অপরাজিত থাকেন ১৭ বলে ৩৩ রানে। এর আগে বোলিংয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। 

এর আগে জাদেজা বোল্ড হওয়ার পর দীনেশ কার্তিক একটি সিঙ্গেল নিয়েছিলেন, তৃতীয় বল হয়েছিলো ডট। তবে তাতে কিছু যায় আসে নি হার্দিক পান্ডিয়ার। মোহাম্মদ নেওয়াজের পরের বলটা টেনে ছয় মেরে ভারতের ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন তিনি। 

ভারতের জন্য ম্যাচটি ছিলো গত বিশ্বকাপের প্রতিশোধের। পাকিস্তানকে ১৪৭ রানে আটকে দেওয়ার পর সেটির অনেকটাই করে রেখেছিলো দেশটি। তবে নাসিম শাহ, হারিস রউফদের গতির সঙ্গে মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিতে এক সময় চাপে পড়ে ভারত। বিরাট কোহলির ৩৪ বলে ৩৫ রানের ইনিংসের পর ভারতকে পথে রাখেন জাদেজা। তবে ভারতকে এগিয়ে নেওয়ার মূল কৃতিত্বটা পান্ডিয়ারই। 

দুবাইয়ে শেষ পর্যন্ত রাতটা তাই পান্ডিয়ারই। পাকিস্তান লড়াই করেছে, তবে জিততে পারে নি।